রাইমা'র রূপ - গ্ল্যামারে মুগ্ধ কেনো নেটিজেনরা ?

ভারতীয় উপমহাদেশের কিংবদন্তি অভিনেত্রী সুচিত্রা সেন তনয়া মুনমুন সেন। তিনিও একজন বিখ্যাত অভিনেত্রী। তবে তার মেয়ে পরিচয়ের বাইরে সুচিত্রা সেনের নাতনি হিসেবেই অধিক পরিচিতি টলিতারকা রাইমা সেন।

রাইমা'র রূপ - গ্ল্যামারে মুগ্ধ কেনো  নেটিজেনরা ?
ভারতীয় উপমহাদেশের কিংবদন্তি অভিনেত্রী সুচিত্রা সেন তনয়া মুনমুন সেন। তিনিও একজন বিখ্যাত অভিনেত্রী। তবে তার মেয়ে পরিচয়ের বাইরে সুচিত্রা সেনের নাতনি হিসেবেই অধিক পরিচিতি টলিতারকা রাইমা সেন। দিদা সুচিত্রা সেন, মা মুনমুন আর তার নিজের মতো ছোট বোন রিয়া সেনও বিখ্যাত অভিনেত্রী। মূলত অভিনয় পরিবারের মেয়ে বলেই হয়তো বোন রিয়া সেনের মতো নিজের অভিনয় ক্যারিয়ারের শুরুতেই চাপের মুখে পড়েন রাইমা সেন।
গ্ল্যামারাস ও সুন্দরী অভিনেত্রী রাইমা নিজের মতো করেই পথ তৈরি করেছেন অভিনয় জগতে। চোখের বালি,পরিণীতা, অন্তরমহল আর হৃদমাঝারে'র মতো আলোচিত বাংলা চলচ্চিত্রে নিজের অভিনয়শৈলীর পরিচয় দিয়েছেন তিনি। বলিউডে মনোরমা সিক্স ফিট আন্ডার, হানিমুন ট্র্যাভেলস আর এমন সব অফবিট কিন্তু প্রশংসিত ছবিতেও অভিনয় করেছেন তিনি।
জানা গেছে, রাইমা সেনের বয়স এখন চুয়াল্লিশ। কিন্তু শাড়ি, এথনিকওয়্যার আর পশ্চিমা যেকোনো পোশাকেই অনন্য শারীরিক আবেদন ছড়ান তিনি। অত্যন্ত আকর্ষণীয় ফিগারের অধিকারী এই সুপারফিট অভিনেত্রী প্রায়ই সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের চোখ ধাঁধানো সব ছবি শেয়ার করে নিচ্ছেন ভক্তদের সঙ্গে। অনেকটা যেনো তাকে নতুন করে খুঁজে পাচ্ছেন সকলে। ইন্সটাগ্রাম থেকে পাওয়া রাইমা সেনের এমন সব আকর্ষণীয় ও আবেদনময় ছবিতে তার নানা লুক দেখে নেটিজেনরা এবার বিমোহিত।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow